রাজধানীর কাকরাইল থেকে একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা বিশ্বজিৎ দে জয় নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, সোমবার সকালে কাকরাইলের বাসা থেকে বেইলী রোডের অফিসে যাওয়ার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন দুটিই বন্ধ রয়েছে। সর্বশেষ সোমবার দুপুরে তার মোবাইলে পরিবারের পক্ষ থেকে ফোন দেওয়া হলে, ফোনটি কেটে মোবাইল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে তার ব্যবহৃত দুটি ফোন বন্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মোবাইল ট্র্যাকিং এ জয়ের সর্বশেষ অবস্থান ফকিরাপুল জানা গেছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।