আপন জুয়েলার্সের তিন মালিকের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় দিন বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ বিষয়ে আগামী ৮ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে।
মঙ্গলবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে একটি করে মামলায় জামিন দেন আদালত। বনানীতে এক তরুণী ধর্ষণের ঘটনার পর আলোচনায় আসে আপন জুয়েলার্স।
পরে বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে বেশ কিছু অবৈধ অলঙ্কার জব্দ করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর ধানমন্ডি, গুলশানসহ বেশ কয়েকটি থানায় এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়।