২০১৭ সালে যুদ্ধ ও সহিংসতার মধ্যে দায়িত্ব পালনের সময় ৮১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ইন্টারন্যশনাল ফেডারেশন অব জার্নালিস্ট-আই.এফ.জে -প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
শনিবার সংস্থাটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদেনে বলা হয়, কর্মক্ষেত্রে সাংবাদিকদের লাঞ্ছনার শিকার অতীদের যেকোনো সময়ের তুলনায় বহু গুণে বেড়ে গেছে। নিহতদের বেশির ভাগই টার্গেট কিলিং, বোমা হামলা এবং ক্রসফায়ারের শিকার বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে মেক্সিকোতে। এরপরই রয়েছে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার নাম।
এছাড়া, করাবন্দী হয়েছেন আড়াইশোরো বেশি সাংবাদিক। কর্মক্ষেত্রে সাংবাদিক হত্যা ও লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট ফিলিপ্পে লেরুত।