দেশের টাকা বিদেশ পাচার করে, মানুষকে পুড়িয়ে যারা সন্ত্রাস কায়েম করে রাজনীতি করে তারা দেশের উন্নয়ন করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আওয়ামী লীগ সুনির্দিষ্ট উন্নয়নের লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করছে।
রোববার বিকেলে যশোর ঈদগাহে আওয়ামী লীগের জনসভায় এই কথা বলেন তিনি। এ সময়, অতীতের মতো করে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে, দেশ সেবার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর জীবনে প্রায় ২৮ থেকে ২৯ বছরই এদেশে চলেছিলো দু:শাসন। কেবলমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনি দেশের উন্নতি হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এ দেশ এগিয়ে যায়।
তিনি আরো বলেন বিএনপি আসলে দেশ পিছনে চলে যায়। ভূতের মত তারা দেশ চালায়। মা দেখে চোখের সামনে মেয়ে পুড়ে মারা যায়, স্ত্রী দেখে চোখের সামনে স্বামী পুড়ে মারা যায়।’