Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন। চিকিৎসা শেষে আগামী ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব মো. মাহমুদুল হাসান জানান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। এ ছাড়া বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top