দীর্ঘবিরতির পর আবারও অভিনয়ে ফিরে মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজেকে অসহায় দাবি করে সকালের কাছে বাঁচার আকুতি জানিয়েছেন। শনিবার বিকেলে এক ফেসবুকে স্ট্যাটাসে এ আকুতি জানান প্রভা।
স্ট্যাটাসে প্রভা লিখেন, আমি সাদিয়া জাহান প্রভা। জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই। টাকা বা কাজের বিনিময়ে কারো সাথে রাত কাটাই নাই। সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করি নাই। একটা সুশিক্ষিত পরিবারের সন্তান আমি। জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছি কিন্ত হার মানিনি। কারন আমি নির্দোষ তাই।
তিনি আরও লিখেন, আমাকে নিয়ে ভ্রান্ত ধারনাগুলো বন্ধ করুন। খুবই সাধারন জীবন আমার। আজকে অনেক অসহায় হয়ে আমার নিজের জীবনের স্টেটমেন্ট দিলাম। বাঁচতে দিন আমাকে।