একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ। নতুন করে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ৪৮টি ফর্ম নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ বিকেল পাঁচটার মধ্যে এসব দলগুলোকে নিবন্ধনের ফর্ম নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দিতে হবে। এরপর শুরু হবে যাচাই বাছাই প্রক্রিয়া। গত ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। কমিশন সূত্র জানায়, এবার নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা হবে। এক দল এক নেতা এমন কোন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হবে না। সূত্র জানিয়েছে নামসর্বস্ব দলগুলো ফাঁক গলিয়ে কোনভাবেই যেন নিবন্ধন না পায় সেজন্য সতর্ক রয়েছে ইসি।