নরসিংদীতে রেকারের ধাক্কায় শিশুসহ লেগুনার ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলা এলাকায় থার্মেক্স মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি রেকার ধাক্কা দেয়। এতে জিহাদ নামে এক শিশু এবং ইয়াসিন আরাফাত নামে থার্মেক্স মিলের এক শ্রমিক নিহত হন।
এছাড়া, আহত হন অন্তত ১৫ জন। সহকর্মী নিহতের খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় রেকারে আগুন ধরিয়ে দেয় তারা। পরে ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ সবাইকে সরিয়ে দেয় পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।