গাজীপুরের টঙ্গির একটি বস্তিতে আগুন লেগে ১৩ বছর বয়সী এক শিশু পুড়ে মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো অন্তত ২ জন। সকালে এরশাদনগর এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস জানায়, এরশাদনগরের ২ নম্বর ব্লকের একটি বস্তিতে আগুন লেগে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি বসতঘর থেকে রানা নামে এক শিশুর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়।
এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় শিশুটির বাবা মনির ও ভাই রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে ওই বস্তির তিনটি ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।