গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকা থেকে সোমবার রাতে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন সাদেক আলী (২৪)। তিনি কক্সবাজারের আমির হোসেনের ছেলে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিক্রির উদ্দেশ্যে সাদেক আলী কক্সবাজার থেকে ইয়াবার এ চালান নিয়ে টঙ্গী আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
Share!