বক্সিং ডে’তে সমর্থকদের দারুণ জয় উপহার দিয়েছে লিভারপুল। অলরেডদের দাপটে ৫-০ গোলে উড়ে গেছে সোয়ানসি সিটি। ২০ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পুনরুদ্ধার করেছে ক্লপের দল।
অ্যানফিল্ডে রাতের আকাশ চিড়ে একটুকরো লাল সমুদ্র। চারদিকে বড় দিনের উৎসবের আমেজ। বক্সিং ডে’তে সে আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দিতে প্রস্তুত ক্লপের সৈনিকরা। আগের ম্যাচেই টটেনহ্যামের দাপটে চতুর্থ স্থান হয়েছে হাতছাড়া। তাই যে করেই হারানোর জায়গাটা ফিরে পেতেই হবে। বড় দিনের বর্ণিল এই উৎসবকে জয়ের আনন্দে রাঙ্গিয়ে দিতে শুরু থেকেই সোয়ানসি সিটিকে চেপে ধরে লিভারপুল।
আনন্দ ছড়িয়ে দিতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৬ মিনিটেই মোহাম্মদ সালাহ’র কাছ থেকে বল পেয়ে জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো অলরেড। কিন্তু ফিরমিনোর শট পোস্টে লেগে বাইরে চলে যায়। লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল।
৫২ মিনিটে আবারো গোলের কারিগর ব্রাজিলিয়ান কৌতিনিয়ো। তরুণ এই ফরোয়ার্ডের ফ্রি’কিক থেকে গোল করেন রবার্তো ফিরমিনো। ৬৫ মিনিটে দলকে ৩-০ তে এগিয়ে দেন আরনল্ড।
আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারো যাদু দেখান সালাহ ও ফিরমিনো জুটি। মিশরের এই ফরোয়ার্ডের সহায়তায় গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৪-০ তে লিড নিয়েও, থেমে থাকেনি লিভারপুল। তাদের দাপটে নিজেদের ফিরে পাওয়ার সংগ্রাম করেও, কোন কুল কিনারা পায়নি সোয়াসনি। ৮২ মিনিটে তাদের হতাশ করে দলের হয়ে পঞ্চম গোল করেন চেম্বারলাইন। আর তাতেই বড় জয়ে মাঠ ছাড়ে লিভারপুল।