এবার এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৫ হাজারের বেশি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
এসময় শিক্ষকরা দাবি করেন, প্রায় ২ দশক ধরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মতোই একই কারিকুলাম ও সিলেবাসে ২৫ লাখের বেশি শিক্ষার্থীকে পাঠদান করে আসছেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলার কারণে কোনো রকম সরকারি বেতন-ভাতা না পেয়ে বছরের পর বছর বঞ্চনার শিকার হচ্ছেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক-কর্মচারীরা।