ছিনতাইয়ের ঘটনায় নাজেহাল আর আতঙ্কিত রাজধানীবাসী। একের পর এক ব্যর্থতার দায় এবার এড়িয়েছে ডিবি পুলিশ। এক রাতের মধ্যে ৫৬ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন বাসস্টান্ড থেকে ৫৬ ছিনতাইকারীকে আটক করেন ডিবি পুলিশ। জানা গেছে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার পর ডিবি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
প্রাথমিকভাবে যাদেরকে আটক করা হয়েছে তাদের কারো নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছুরি উদ্ধার করেছে ডিবি পুলিশ। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানায় ডিএমপি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে সাত মাস বয়সী শিশু আরাফাত মারা যায়। পরে এ বিষয়ে মামলা দায়ের করা হলে মূল আসামি রাজীবকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার পর ছিনতাইকারীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হলো।