সরকারি বাহিনীর বিমান হামলায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে কমপক্ষে ১০ চরমপন্থী বিদ্রোহী নিহত হয়েছে। আজ সামরিক সূত্র জানায়, সোমবার বাঙ্গসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্সের সদস্যরা (বিআইএফএফ) দাতু উনসাই শহরের মাইতুমাইগ গ্রামের একটি সেনা চৌকিতে হামলা চালায়। এর পর সৈন্যরা স্থানীয় সময় রাত ১০টার দিকে ওই এলাকায় বিমান অভিযান শুরু করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দু’টি গানশিপ হেলিকপ্টার ওই এলাকায় পাঠানো হয়। এগুলো থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত দু’টা পর্যন্ত চার ঘন্টা ধরে বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। এ সামরিক অভিযানে আরো বেশ কয়েকজন বিদ্রেহী আহত হয়েছে।