আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা জানান। আসছে জাতীয় নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘শুধু মেয়রে হেরেছি, কিন্তু কাউন্সিলরে তো আমরাই জিতেছি। কাউন্সিলর কি আপনারা বাদ দিবেন নির্বাচনের প্রক্রিয়া থেকে? এ সব দিয়ে কি জাতীয় নির্বাচনের ফলাফল ইমপ্যাক্টেড হবে? তবে আমরা খুব কনফিডেন্স। জাতীয় নির্বাচনে আমরাই বিজয়ী হবো। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’