১০৩ বছর খুঁজে পাওয়া গেলো অস্ট্রেলিয়ান নৌবাহিনীর প্রথম সাবমেরিন ‘HMAS AE-1’। এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া ও ব্রিটেনের মোট ৩৪ জন আরোহী নিয়ে পাপুয়া নিউগিনির থেকে হারিয়ে যায়। এতদিন পর সাবমেরিন উদ্ধারের ঘটনাকে বিরাট সফলতা বলে জানান অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দপ্তর। নৌবাহিনীর দীর্ঘদিনের একটি রহস্য উন্মোচন হয়েছে বলে দাবি করেন অস্ট্রেলিয়ার সরকার। এদিকে নৌবাহিনীর ইতিহাসে এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ আবিষ্কার উল্লেখ্য করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মরিস পাইনে বলেন, সাবমেরিনটি প্রথম বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যায়। অস্ট্রেলিয়ান ও তার মিত্রদের জন্য এটি ছিল মর্মান্তিক ঘটনা।
তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া সাবমেরিনটি মারা যাওয়া ক্রুদের ইতিহাস বহন করবে। আমরা তাঁদের স্মরণে এটি সংরক্ষণ করবো। এছাড়া তাঁদের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করবো।’সাবমেরিনটি উদ্ধারের জন্য অস্ট্রেলিয়ান মেরিন ১২ বার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। তবে ১৩ বারের মাথায় সফলতা পায় তাঁরা। একটি অনুসন্ধানকারী দল, ৩০০ মিটার পানির গভীরে ‘HMAS AE-1’ টি খুঁজে পায়। এটি খুঁজতে তারা ড্রোন ব্যবহার করে।