রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন হলে ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে আশাবাদী মেয়র প্রার্থীরা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর গুপ্তপাড়া সালেমা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এসময় ভোটারদের খোঁজ খবর নেন তিনি। পরে পোলিং এজেন্ট ও নির্বাচনী কর্মকর্তাদের সাথেও কথা বলেন। প্রথমবার সিটি করপোরেশন নির্বাচনে জয়ী রংপুরের সাবেক এই মেয়র আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ‘জয়ের ব্যাপারে আশাবাদ আমি। এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।’
এরআগে সকাল ৯টায় নগরীর মাহিগঞ্জে দেওয়ানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কাওছার জামান বাবলা। এসময় কিছু কেন্দ্রে এজেন্টদের বাধা দেয়ার অভিযোগ করেন তিনি। দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবলা।
কাওছার জামান বাবলা বলেন, ‘কিছু কেন্দ্রে এজেন্টদের বাধা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী আমি।’
সকাল ৯টার কিছুসময় পর কলেজ রোড এলাকায় আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় তিনি নিজের পোলিং এজেন্টদের খোঁজখবর নেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর আছে বলে জানান মোস্তফা।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। জয়ের ব্যাপারে আশাবাদী আমি।’
এদিকে, ভোট শুরুর পরপর সকাল ১০টায় সেনপাড়া তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার ভাই জি এম কাদের। কেন্দ্রের অন্যান্য ভোটারদের খোঁজ খবর নেন তারা। এসময় তাদের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
হুসেইন মুহম্মদ এরশাদ, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর আছে। এভাবে নির্বাচন চললে দলীয় প্রার্থীর জয় হবে বরে আমা করি।’
এছাড়া নগরীর বিভিন্ন কেন্দ্রে নিজেদের ভোটপ্রয়োগ করেন ২শ’ ১১ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী।