অনলাইন ডেস্ক : ঘর কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার সময়সূচিতে বিপর্যয় ঘটেছে।
আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৩৩টি আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএনবি জানায়, ঘন কুয়াশার কারণে ৩৩টি ফ্লাইট সময় মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। রানওয়ে ঠিকমতো দেখা না যাওয়ায় ২৪টি ফ্লাইটের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করতে হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র এএসপি তারিক আহমেদ জানান, দেশে প্রবেশের জন্য অপেক্ষমাণ সাতটি ফ্লাইট ও দেশ ছেড়ে যাওয়ার মতো ১৭টি ফ্লাইটের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। কারণ ভারী কুয়াশার কারণে রানওয়ে দেখাই যাচ্ছিল না। এ ছাড়া নয়টি আভ্যন্তরীন ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা পূনর্বিন্যাস করতে হয়েছে।