মেগাসিটি ঢাকায় বর্তমানে প্রায় ৪০ লাখ মানুষ বস্তিতে বাস করে। দারিদ্র্য ও অসচেতনতার কারণে এ বিপুল সংখ্যক জনগোষ্ঠী তাদের সন্তানদের লেখাপড়া শেখাতে পারেন না। এই শিশুরা জীবনধারণের জন্য নানা ঝুঁকিপূর্ণ কাজে জড়িত রয়েছে।
মঙ্গলবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক অনুষ্ঠানে এমন তথ্য উঠে আসে। বিআইডিএসের তথ্যমতে শুধু ঢাকা শহরে প্রায় সাড়ে ৪ লাখ পথশিশু রয়েছে।
ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে পথশিশুরা চোখের সমস্যা ও মাথাব্যাথা’সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাই পথশিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে অত্যন্ত জরুরী। এজন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।