তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় সোশ্যাল রোবট সোফিয়াকে নিয়ে আসতে সরকারের কোন অর্থ ব্যয় হয়নি। সমস্ত ব্যয় ইসলামী ব্যাংক বহন করেছে বলে জানান তিনি। রোববার নাটোরের সিংড়ায় ইসলামী ব্যাংকের এক অনুষ্ঠানে এসব বলেন আইসিটি প্রতিমন্ত্রী।
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ওয়ার্ল্ডে আপনারা দেখেছেন পৃথিবীর প্রথম সোশ্যাল রোবট সোফিয়াকে কিন্তু ইসলামী ব্যাংক স্পন্সর করেছেন। এই খরচটা ৯০ লাখেরও কম। সরকারের পক্ষ থেকে অথবা আইসিটি ডিভিশন থেকে একটি পয়সাও খরচ হয়নি। আমাদের খরচ শূন্য। সকল খরচ করেছে ইসলামী ব্যাংক।’
Share!