২০২১ সালের মধ্যে দেশের ৯০ ভাগ মানুষকে ই-সেবার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার আগারগাঁও এ বিজয় দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বর্তমানে দেশের ৮ কোটি মানুষ ইন্টারনেট সেবা উপভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, ২শ’ রকমেরও বেশি সেবা এখন অনলাইনে পাওয়া যায়। সামনের দিনগুলোতে ই-সেবার আওতা আরো বাড়ানো হবে। এরই মধ্যে ৩ লাখ তরুণ-তরুণীকে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেয়ার জন্য ২৯টি আইটি পার্ক এর কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি। সেই সঙ্গে বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে।