জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বাতিলে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবে আজ ভোট হওয়ার কথা রয়েছে।
জেরুজালেম প্রশ্নে কোন সিদ্ধান্তকে বৈধতা না দিয়ে, তা বাতিল করতে, মিশর এই খসড়া প্রস্তাব উত্থাপন করে। যদিও ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। তবে এটি জেরুজালেম প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলের তৎপরতা বলে উল্লেখ করেছে গণমাধ্যম।
প্রস্তাবটি পাস করতে হলে ১৫ সদস্য দেশের মধ্যে অন্তত ৯টির সমর্থন লাগবে। এছাড়া ভোটে ক্ষমতাসম্পন্ন ৫টি দেশের কোনটির আপত্তি থাকা যাবেনা। এ কারণে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে খসড়া প্রস্তাবটি বাতিল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।