ময়মনসিংহে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার জানায়, গত ২ দিনে অভিযান চালিয়ে সুমন, আক্কাস ও পলাশ নামে ৩ প্রতারককে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডিবির পোশাক, হ্যান্ডক্যাপ, ওয়াকিটকিসহ ২টি খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
উদ্ধার করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। গত ৩রা ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশালে মাছ ব্যবসায়ী ওসমান গণি ও নুরে আলম ব্যাংক থেকে প্রায় ১০ লাখ টাকা উত্তোলনের পর, তাদেরকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে প্রতারকরা। পরে মাইক্রোবাসে করে কিছুদূর গিয়ে, ব্যবসায়ীদের গাড়ি থেকে ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতারকদের সনাক্ত করে গোয়েন্দা পুলিশ