মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী ছায়েদুল হকের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয় জানাজা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এরপর পূর্বভাগ গ্রামের বাড়ি বাদ জহুর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হবে তাকে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছায়েদুল হক দশম জাতীয় সংসদ নির্বাচনসহ ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
Share!