চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই সেনহুয়ার কোচের দায়িত্ব নিয়েছেন পোর্তের সাবেক কোচ ভিতোর পেরেইরা।
ক্লাবের বাজে পারফরমেন্সের কারণে কোচ আন্দ্রে ভিয়াস বোয়াসকে চাকরি থেকে সরিয়ে দেয় সাংহাই। তার পরিবর্তে তারই সাবেক শীষ্য পেরেইরাকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। ২০১১ সালে পোর্তো যখন ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়, সে সময় বোয়াস ছিলেন প্রধান কোচ। তার সহকারি হিসেবে ছিলেন পেরেইরা। পরে বোয়াস চেলসিতে যোগ দিলে মূল কোচ হিসেবে নিয়োগ পান পেরেইরা। সেই পেরেইরাকে এবার দলের ভাল ফলাফলের জন্য কাণ্ডারি করে এনেছে সাংহাই। এ মৌসুমে দলে আরো বেশ কিছু ভাল ফুটবলার নেয়ার জন্য এরইমধ্যে তোরজোর শুরু করেছে সাংহাই।