যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন ও শোক র্যালি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শোক র্যালি শেষে শহীদদের স্মরণে সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কন্সাল জেনারেল শামীম আহসান এবং প্রবাসী মুক্তিযোদ্ধারা।
এসময় বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের দাবির পাশাপাশি সারাদেশে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন এবং শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি জানান প্রবাসীরা।
আর ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।