Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ডিএনসিসি’র নির্বাচনে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই: হেলালুদ্দীন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। আগামী দুই একদিনের মধ্যেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে আগামী ২৮ ডিসেম্বরের পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে চলা দীর্ঘ এ বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। আগামী ২৮ ডিসেম্বর ৬টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং ৪টি পৌরসভা ৮৯টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পরিষদগুলোতে সীমানা ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে বছরের পর বছর নির্বাচন আটকে ছিলো।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top