Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

২৮ ডিসেম্বরের নির্বাচন নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রোববার সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনগণ ও কমিশন সচিব ও উপস্থিত রয়েছেন বৈঠকে। আগামী ২৮ ডিসেম্বর ৬টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং ৪টি পৌরসভা ৮৯টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব পরিষদগুলোতে সীমানা ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে বছরের পর বছর নির্বাচন আটকে ছিল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top