জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে আরো বলা হয় ট্রাম্পের এ সিদ্ধান্তে ফিলিস্তিনে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের সদস্যভূক্ত ৮ দেশকে জরুরি বৈঠকে ডাকা হয়। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় ইতোমধ্যে ফিলিস্তিনের অধিবাসীরা পূর্ব উপত্যকা,জেরুজালেম এবং গাজা উপকূলে বিক্ষোভ শুরু হয়েছে।গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলী সেনাদের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ শতাধিক। ট্রাম্পের এ ঘোষণায় অনেক দেশ যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা ও অনাস্থা প্রকাশ করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের হুশিয়ারি উপেক্ষা করে বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। এমনকি কিছুদিনের মধ্যে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।