Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্তের তীব্র নিন্দা জাতিসংঘের

জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে আরো বলা হয় ট্রাম্পের এ সিদ্ধান্তে ফিলিস্তিনে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের সদস্যভূক্ত ৮ দেশকে জরুরি বৈঠকে ডাকা হয়। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় ইতোমধ্যে ফিলিস্তিনের অধিবাসীরা পূর্ব উপত্যকা,জেরুজালেম এবং গাজা উপকূলে বিক্ষোভ শুরু হয়েছে।গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলী সেনাদের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ শতাধিক। ট্রাম্পের এ ঘোষণায় অনেক দেশ যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা ও অনাস্থা প্রকাশ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের হুশিয়ারি উপেক্ষা করে বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। এমনকি কিছুদিনের মধ্যে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top