বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভোররাত থেকে রাজধানী জুড়ে শুরু হয়েছে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি।
হালকা এই বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসিকে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় অফিসগামী মানুষের উপস্থিতি কম থাকলেও নানা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। হালকা শীত এবং সেই সাথে বৃষ্টির কারণে স্কুলগামী শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়েছে সবচেয়ে বেশি। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ সারাদেশে গুড়ি গুড়ি এই বৃষ্টিপাত আরো দুইদিন থাকবে। এই বৃষ্টি রাজধানীসহ সারাদেশে শীত ঝেঁকে বসার পূর্বাভাসও দিচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস।
Share!