কম্বোডিয়া সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে ৩ নভেম্বর দেশটির রাজধানী নমপেনে যান প্রধানমন্ত্রী। এ সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ একটি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক সই হয়। তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Share!