বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে শাস্তির পরেই দলের অনেক নেতাকর্মীই ক্ষমতাসীন দলে যোগ দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগে যোগ দিতে বিএনপির অনেক নেতাকর্মীই ভেতরে ভেতরে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি অনেক নেতাকর্মী যোগাযোগ করে বলেন এখনও কেনো খালেদা জিয়ার শাস্তি হচ্ছে না। তারা এখনও লাইন ধরে আছে কখন তার শাস্তি হবে আর কখন তারা আওয়ামী লীগে যোগ দেবে কিংবা ভিন্নদল গঠন করবে। ফখরুল সাহেবকে বললবো পরের দিন সম্মেলনে যেনো এই কথাটিও বলে দেন তিনি।’