যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ২৭ হাজারের বেশি স্থানীয় বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। সোমবার রাত থেকে লস অ্যাঞ্জেলসের ১শ’ ১৫ কিলোমিটার উত্তরে শুরু হওয়া দাবানলে এরইমধ্যে সাড়ে ১২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে।
ধ্বংস হয়েছে দেড়শ’ ঘরবাড়ি ও স্থাপনা। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হুমকির মুখে রয়েছে ভেন্চুরা ও সন্তা পাওলার সাড়ে ৭ হাজারের বেশি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের তাণ্ডব থেকে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫শ’ কর্মী। তবে প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের।