মোবাইল ওয়ালেটে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস চালু করেছে, আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
রাজধানীর একটি হোটেলে এই সার্ভিসটির উদ্বোধন করা হয়। এই সেবার মাধ্যমে ট্রান্সফাস্টের বিশ্বব্যাপী প্রায় দুইলাখ গ্রাহক এবং বিকাশের রেজিস্টার্ড গ্রাহকরা সেবা পাবেন। এ সময় জানানো হয়, এই সেবায় একটি লেনদেনে সর্বোচ্চ দিনে ২৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ২০টি লেনদেনের মাধ্যমে দেড়লাখ টাকা রেমিটেন্স পাঠাতে পারবেন। এ সময় অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রীসহ প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share!