পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে কার্গো জাহাজের সাথে ফেরির ধাক্কায়, ফেরির তলা ফেটে ৫টি যানবাহন নদীতে তলিয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে কচা নদীতে একটি কার্গো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় কার্গো জাহাজের সাথে সংঘর্ষে, ফেরিটির তলা ফেটে ২টি যান তলিয়ে যায়। নদীতে অর্ধনিমজ্জিত অবস্থায় আছে আরো ৩টি যান। তবে যানবাহন তলিয়ে যাওয়ার আগেই নদীতে চলমান ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে। সংঘর্ষের সময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানায় ফেরি কর্তৃপক্ষ।
Share!