‡gvt gnwmb †nv‡mb gy³vi: গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহত কফিল উদ্দিন সিকদার (৪৫) ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
২৭ নভেম্বর সোমবার রাতে সিটি কর্পোরেশনের লক্ষীপুরা তিনসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল জানান।
তিনি বলেন, সোমবার রাতে গাজীপুর জেলা শহর থেকে মোটরসাইকেলে করে ভাওয়াল মির্জাপুরের বাসায় ফিরছিল। পথে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীই গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে কফিলের মৃত্যু হয় বলে জানান তিনি। আহত মাসুমকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।