বরিশালে বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি’র শিক্ষার্থী সাদিয়াকে গণ-ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বরিশালের কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর দুপুরে সাদিয়াকে বরিশাল থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় নিয়ে যায় তার প্রেমিক সিরাজুল। পরে রাতে বলেশ্বর নদীর তীরে সিরাজুল ও তার বন্ধুরা সাদিয়াকে ধর্ষণ করে। এরপর শ্বাসরোধ করে হত্যার পর নদীতে লাশ ফেলে দেয় তারা। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলো সিরাজুল ও তার বন্ধুরা। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে মঠবাড়িয়া থেকে সিরাজুল ও হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তবে সাদিয়ার লাশ এখনো উদ্ধার করা যায়নি।