পুলিশি হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের ডাকে তৃতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট।
সোমবার মালিকপক্ষ বৈঠকে বসলেও, ধর্মঘট প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত না হওয়ায় তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে। তবে, আজ বিকেলে আবারো সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে বৈঠকের কথা রয়েছে পরিবহন মালিকপক্ষের।
এদিকে, ধর্মঘটের কারণে সকাল থেকে শহরে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। রাস্তায় ট্রাফিক পুলিশের মামলা ও গাড়ি রিকুইজিশনের নামে হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ।