তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত বৈঠকে ১টি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক সই হয়েছে।
এর আগে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় রীতি অনুযায়ী শেখ হাসিনাকে স্বাগত জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এরপর একান্তে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা।
বৈঠক শেষে হুন সেন ও শেখ হাসিনার উপস্থিতিতে দু’দেশের মধ্যে ১টি চুক্তি ও ৯টি সমঝোতায় সই করেন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর যৌথ বিবৃতিতে বক্তব্য রাখেন দুই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দু’দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। এখন প্রয়োজন এই সম্পর্ককে বহুপাক্ষিকে রূপান্তর করা। রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। এই সংকট মোকাবিলায় কম্বোডিয়াকে পাশে চান তিনি।