ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ক্ষয়-ক্ষতি রোধে বাংলাদেশে বিল্ডিং কোড থাকলেও আইনের কঠোর প্রয়োগ হয় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে ‘ত্রৈমাসিক পত্রিকা হালখাতা ও আইএফআইসি ব্যাংকের’ যৌথ উদ্যোগে প্রকাশিত ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক বুকলেটের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিল্ডিং কোড বহুদিন আগে হলেও এখনও পুরোপুরি প্রয়োগ করা হচ্ছে না। অবস্থা এমন হয়েছে যে এক জায়গার আগুন লাগলে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কারণ সেখানে দিয়ে পানি নেয়ার কোনো ব্যবস্থাই নেই। এ ধরনের কোনো দুর্যোগ হলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে।
Share!