আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও শনিবার একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় নান্দাইল উপজেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।উভয় পক্ষের সংঘর্ষের আশংকায় এই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নান্দাইল উপজেলা সদর ও পৌর এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর আলম জানান, উপজেলায় শান্তি-শৃংখলা রক্ষায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন গ্রুপের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধ চলছিল।
নান্দাইলে ১৪৪ ধারা জারি
Share!