উত্তর সিটি করপোরেশনের মেয়র বা নগরপিতা আনিসুল হকের চলে যাওয়াটা গোটা দেশই মেনে নিতে পারছেনা। এখনও হয়তো কারো বিশ্বাস হচ্ছে না যে তিনি নেই। সব জায়গায় যেন তার পদচারণা মানুষ অনুভব করতে পারছে। যেখানে কর্মরত ছিলেন, সে জায়গাটাই পড়ে রয়েছে অনেক স্মৃতি। তাইতো কর্মজীবনের স্মৃতি বিজরিত অফিস কক্ষ রেকর্ড করতে গণমাধ্যমের জন্য খুলে দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই কক্ষ পরিদর্শন ও রেকর্ড করতে পারবেন গণমাধ্যম কর্মীরা।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, মেয়র আনিসুল হকের কর্মজীবনের অনেক স্মৃতি রয়েছে এ রুমে। ছুটিতে বিদেশ যাবার আগেও এ রুমে নগর উন্নয়নের নির্দেশনা দিয়েছিলেন তিনি। তাই তাঁর রাখা স্মৃতিগুলো রেকর্ড করে রাখতে কক্ষটি ঘণ্টাব্যাপী গণমাধ্যমের জন্য খোলা রাখা হবে।