পদ শূন্য ঘোষণার তিন মাসের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।
রোববার দুপুরে কমিশনের সঙ্গে ইউএনডিপি’র বৈঠক শেষে তিনি জানান, আনিসুল হকের মৃত্যুতে খালি হওয়া এ পদটি শিগগিরই শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করা হবে।
গেল বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার দুপুরে তার মরদেহ দেশে নিয়ে আসার পর বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়।
২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে ডিএনসিসি নির্বাচনে জয়লাভ করেছিলেন আনিসুল হক।