Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ভারতে ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি দিল ৩ শিক্ষিকা!

৮৮ জন স্কুলছাত্রীকে প্রকাশ্যে নগ্ন করে সাজা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের এক স্কুলের তিন শিক্ষিকার বিরুদ্ধে৷ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ লেখার অভিযোগে প্রকাশ্যে জোর করে পোশাক খোলানো হয় ৮৮ জন ছাত্রীকে৷ ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পাপুম পারা জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে।

ওই স্কুলেরই তিন সহকারী শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের এমন সাজা দেওয়ার অভিযোগ উঠেছে৷ নির্যাতিতা ছাত্রীদের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন৷

কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে হঠাৎই খবর ছড়ায় স্কুলে কে বা কারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করেছে৷বিষয়টি শিক্ষিকাদের কানে যেতেই অভিযুক্তকে খুঁজে বের করার কাজে নেমে পড়েন তারা৷ অপরাধী কে তা জানতে স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ৮৮ জন ছাত্রীকে জোর করে পোশাক খুলতে বাধ্য করেন তিন শিক্ষিকা৷

ঘটনাটি গত ২৩ নভেম্বর ঘটলেও অল সাগলি স্টুডেন্ট ইউনিয়নে অভিযোগ দায়ের হলে বিষয়টি প্রকাশ্যে আসে৷ জানা গেছে, প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে অশ্লীল শব্দ লেখার উচিত সাজা দিতেই এমন অশালীন শাস্তির নির্দেশ দেন এক জুনিয়র শিক্ষিকা৷

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে অরুণাচল প্রদেশ কংগ্রেস৷ তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, শিক্ষিকারা যা করেছেন তা সমর্থনযোগ্য নয়৷ উল্টো ছাত্রীদের সঙ্গে এমন আচরণ শিশুর অধিকার লঙ্ঘনের শামিল ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top