বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনাবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলেও আহত হয়েছেন।
আজ বুধবার ভোরে উপজেলার ফুলতলায় এ ঘটনা ঘটে।
নিহত সেনাবাহিনীর সার্জেন্টের নাম সাইফুল ইসলাম (৪৫)। তিনি ফুলতলা এলাকারই বাসিন্দা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সার্জেন্ট সাইফুল ছুটিতে কর্মস্থল থেকে বাড়ি এসেছিলেন। ভোরে বাস থেকে নেমে জাহাঙ্গীরাবাদ মোড় হতে তিনি ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
এ সময় দুজন ছিনতাইকারীর কবলে পড়েন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করলে তাঁরা রাস্তায় পড়ে যান। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যায়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেনা সার্জেন্ট মারা যান। সার্জেন্টের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।