আওয়ামী লীগ বিরোধী সকল শক্তি বিএনপির সঙ্গে এক হয়েছে, তাই এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীর সভায় এ আহবান জানান তিনি। এসময় তিনি বলেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল একটি দল।
এ সময় তিনি বলেন, ‘সব সাম্প্রদায়িক শক্তি আজ বিএনপির সঙ্গে গাটছড়া বেঁধেছে। সাংগঠনিকভাবে এলোমেলো হলেও আজকে সমর্থনে তাদেরকে দুর্বলভেবে নির্বাচনের আগেই কেন্দ্র ছেড়ে দেবেন না। ৯১ সালের মত এই ঘটনার যেনো আর পুনরাবৃত্তি না হয়।’
Share!