সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ার হাওয়ালভাংগী গ্রামের বাসিন্দা কাদের আলী। সোমবার দুপুর ২টার দিকে কাদের তার ৭ মাসের সন্তান নিহত শিশু জুনায়েদকে টিউবওয়েলের ওপর আছড়ে হত্যা করে।
স্থানীয়রা জানায়, কাদের তার শ্বশুর বাড়ি হাওয়ালভাংগীতে বেড়াতে আসে। দুপুরের দিকে হঠাৎ করেই সে তার ছেলেকে বাড়িতে থাকা টিউবওয়েলের সঙ্গে সজোরে আছাড় মারে। দ্বিতীয়বার আবারও সজোরে আছাড় মারলে ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ উন্মাদনায় তিনি এ কাজ করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্যামগনর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বলেন, ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। অমানবিক এমন ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।