রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মার এক চরে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানা ঘিরে র্যাবের অভিযানের মধ্যে গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে। রাজশাহী র্যাবের অধিনায়ক মাহাবুব আলম জানান, মঙ্গলবার ভোরের দিকে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে টিনশেড ওই বাড়িতে আগুন ধরে যায়।
সকালে আগুন নিভে গেলেও ভেতরে ঢুকতে পারেননি র্যাব সদস্যরা। তারা অপেক্ষা করছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের কাজ শুরুর জন্য। মাহাবুব আলম জানান, জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে রাত ৪টার দিকে চর আলাতলির ওই বাড়ি ঘিরে ফেলেন র্যাব ৫-এর সদস্যরা। বাড়ি ঘেরাও করে মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির মধ্যে একপর্যায়ে ওই বাড়িতে আগুন ধরে যায়।
র্যাব অধিনায়ক মাহাবুব বলেন, তারা বাড়িটি ঘিরে রেখেছেন। তবে বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন ছিল- সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ভেতরে ঢোকার পর ভেতরের পরিস্থিতি বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি।