রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চর আলাতলি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। এ সময় বাড়িটির ভেতর থেকে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে।
আজ মঙ্গলবার ভোর থেকে বাড়িটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী র্যাব ৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর আলাতলি গ্রামের একটি বাড়ি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালায়। বর্তমানে র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে রেখেছে।
Share!