দুই কোটি টাকা বা তার অধিক সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া যাবে বলে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধানী পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে আদালত তার অপর এক আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদন গ্রহণ করেছেন। এর আগে ২০১৫ সালে হাইকোর্টের একটি বেঞ্চ সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া সাংবিধানিক বলে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার লিভ টু আপিল করলে আদালত তা গ্রহণ করেন।সারচার্জ বা সম্পদ কর হচ্ছে এক ধরনের মাসুল। ব্যক্তির সম্পদের ভিত্তি মূল্যের ওপর এ মাশুল আদায় করা হয়। এটি কোনো কর নয়। মূলত সম্পদের হস্তান্তর বা লেনদেন মূল্য দিয়েই হিসাব করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন খাত থেকে আয় করার জন্যে সারচার্জ আরোপ করা হয়।
২ কোটি টাকার অধিক সম্পদশালীদের জন্য সারচার্জ
Share!